গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ :৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা 184 0
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ :৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
আলমগীর কবীর:
গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার দায়ে ছয়জনকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদেরকে এ জরিমানা করা হয়।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজী সিটি করপোরেশনের দক্ষিণ সালনার পলাশ টেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিতাস গ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান জানান, অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনার পলাশ টেক এলাকার বিভিন্ন বাসা ও কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার রওশন আরাকে পাঁচ হাজার টাকা, নাজমা আক্তারকে ১০ হাজার, নুর জাহানকে ১০ হাজার, নিয়াজ আহমেদকে ২০ হাজার, মানিক মিয়াকে ৮০ হাজার এবং হারুনুর রশিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে তিতাস গ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান, মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী জাবের নূরানী, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।